চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম(বার) এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন চাঁদপুর সংবাদ পরিবার। চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো: আবদুর রহমানের নেতৃত্বে ২৯ মার্চ সোমবার সাড়ে ১১টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে নবাগত পুলিশ সুপার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা প্রদানকালে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, আমি অল্প কয়েকদিনেই বুঝতে পেরেছি চাঁদপুরের সাংবাদিকরা স্বচ্ছতার সাথে কাজ করেন। আমি বেশ কয়েকটি তথ্য সাংবাদিকদের কাছ থেকে আগে জানতে পেরেছি। তিনি চাঁদপুরের আইন শৃঙ্খলা উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে চাঁদপুর সংবাদের সম্পাদক ও প্রকাশক মো: আবদুর রহমান চাঁদপুর সংবাদের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, চাঁদপুরের সাংবাদিকগণ প্রশাসনের যে কোন প্রয়োজনে বা সংকটে সর্বাঙ্গে এগিয়ে আসে।
এসময় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো: মিজানুর রহমানসহ পত্রিকার সিনিয়র সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেট,৩০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur