চাঁদপুর জেলা প্রশাসন,মৎস্য বিভাগ,নৌ-পুলিশ,কোস্টগার্ড,চাঁদপুর সদর মৎস্য বিভাগ,হাইমচর মৎস্য বিভাগ,মতলব উত্তর ও দক্ষিণ মৎস্য বিভাগের যৌথ বা উপজেলার নৌ-সীমানায় পৃথকভাবে গত ১ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত চাঁদপুরে জাটকা নিধন প্রতিরোধে ৬০ লাখ মিটার জাল জব্দ করেছে । এদিকে ৩০৪ টি অভিযান ও ৬৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ পর্যন্ত ১৮২ জন জেলে প্রেরণ করা হয়েছে । মোবাইল কোর্ট পরিচালনা করা হয় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ দ্বারা ও অভিযান পরিচালনা করা হয়ৈ থাকে নির্বাহী আদেশে মৎসৎ বিভাগ ও উপজেলা প্রশাসনের সহাযতায় বলে জানা গেছে ।
চাঁদপুরে ঐ অভিযান দিয়ে জাটকা নিধন প্রতিরোধে ৬০ লাখ মিটার জাল আটক করা হয়েছে । যার মূল্য (২০ টাকা প্রতি মিটার হারে) ১১ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকা।
চাঁদপুর জেলা মৎস্য দপ্তরের মনিটরিং সেল থেকে ২৯ মার্চ পর্যন্ত এক বিবরণী তথ্যে জানানো হয়েছে এবং জাটকা কর্মসূচির আওতায় এ অভিযান পরিচালিত হচ্ছে।
এ ছাড়াও ১৪০ টি মামলা, জরিমানা ৫ লাখ হাজার টাকা আদায় ও ১৩.৩২৪ মে.টন জাটকা জব্দ করা হয়েছে । জাটকা স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয়েছে ।
আবদুল গনি,৩০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur