বাংলাদেশে খেলতে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এই সফরের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আগামী ১২ এপ্রিল বাংলাদেশে পা রাখবে দলটি।
১২ এপ্রিল বাংলাদেশে এসে কোয়ারেন্টিনে থাকবে পাকিস্তান ক্রিকেট দল। কোয়ারেন্টিন শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। চার দিনের ম্যাচ দিয়েই শুরু হবে মূল লড়াই।
১৯ এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের একমাত্র চারদিনের ম্যাচটি। চারদিনের ম্যাচ শেষে আগামী ২৬ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। ২৮ ও ৩০ এপ্রিল একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় ওয়ানডে। বাকি থাকা দুটি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলঃ
আব্বাস আলি, আব্দুল ফাসিহ, আব্দুল ওয়াহিদ, ফাহাদ মুনির, মাজ সাদাকাত, মোহাম্মদ ইরফান নিয়াজি, মোহাম্মদ শেহজাদ, কাসিম আকরাম ও রিজওয়ান মেহমুদ, হাসিবউল্লাহ, রাজা-উল-মোস্তফা, আলিয়ান মেহমুদ, আলি আফসান্দ, আরহাম নওয়াব, ফয়সাল আকরাম, আহমেদ খান, আসিম আলী, মুনিব ওয়াসিফ, তাহির হুসাইন, জিশান জামির।
সফরের সূচিঃ
এপ্রিল ১৯-২২ : একমাত্র চারদিনের ম্যাচ
এপ্রিল ২৬ – ১ম ওয়ানডে, সিলেট
এপ্রিল ২৮ – ২য় ওয়ানডে, সিলেট
এপ্রিল ৩০ – ৩য় ওয়ানডে, সিলেট
৩ মে – ৪র্থ ওয়ানডে, মিরপুর
৫ মে – ৫ম ওয়ানডে, মিরপুর
বার্তাকক্ষ, ২৭ মার্চ, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur