চাঁদপুরে সিএনজি স্কুটারের আঘাতে জুনায়েদ মিয়াজী (৯) নামের এক শিশু গুরুতর আহত হয়েছেন।
২৭ মার্চ শনিবার বেলা সাড়ে ১১ টায় চাঁদপুরের মতলব সড়কের আমান উল্ল্যাহপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহত শিশু ওই এলাকার আব্দুল সাত্তার মিয়ার পত্র সে বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুর্ঘটনায় তার পা ভেঙ্গে যায় এবং কয়েকটি দাঁত পড়ে যায়।
এছাড়াও শরীরের বিভিন্নস্থানে প্রচন্ড আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হয়ে পড়েন।
আহত জুনায়েদের স্বজনরা জানান শনিবার দিন বেলা সাড়ে ১১ টার দিকে মতলব সড়কের আমানুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জুনায়েদ রাস্তা পার হওয়ার সময় মতলব থেকে বাবুরহাট গামী একটি সিএনজি স্কুটার তাকে আঘাত করে।এতে সে সিএনজি স্কুটারের আঘাতে অনেক দূরে ছিটকে পড়েন শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে রক্তাক্ত জখম হয়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাৎক্ষণিক তাকে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
এদিকে তার অবস্থা গুরুতর হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি,২৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur