সমাজ বিনির্মাণের স্বপ্ন মঞ্চ। এ শ্লোগানকে ধারন করে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পের মাধ্যমে প্রায় ৫ শতাধিক সাধারণ মানুষকে চিকিৎসাসেবা দিলেন ছায়াতরু, নামের একটি সামাজিক সংগঠন।
মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে এবং বীর মুক্তিযােদ্ধা সুবেদার আবদুর রবের জীবন ও কর্ম শীর্ষক আলােচনা এবং ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প উদ্বোধনের মাধ্যমে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। একই সাথে অনুষ্ঠানে করোনা কালীন সময়ে মানুষকে সেবাদানকারী পাঁচজন চিকিৎসককে সম্মাননা প্রদান করা হয়েছে।
২৫ মার্চ বৃহস্পতিবার সকালে চাঁদপুর পুরান বাজার নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর পৌরসভার মেয়র এ্যাড. জিলুর রহমান জুয়েল। অনুষ্ঠানের উদ্বোধক এর বক্তব্য রাখেন, চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন সজিব।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের তফাদার, নোভা এইডের ব্যবস্থাপনা পরিচালক মুশতাক আহমেদ খান।
এছাড়াও উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার সুজাউদ্দৌলা রুবেল, চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজেদা বেগম পলিন, ডাঃ মােঃ মিজানুর রহমান খান, ডাঃ মােঃ ইফতেখার উল আলম ও ডাঃ নাজমুন নাহার (মমি)।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ,ছায়াতরুর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরিফ রাসেল। সময় উপস্থিত ছিলেন ছায়াতরু সদস্য গীতিকার ও লেখক মোঃ আবু ইউসুফ ও সুশান্ত সহ অন্যান্যরা।
ডাঃ নাজমুন নাহার (মমি) এর মেডিকেল ক্যাম্প পরিচালনায় সাধারণ মানুষকে মেডিসিন, গাইনী ও ডেন্টাল সহ প্রায় ৫ শতাধিক সাধারন মানুষকে চিকিৎসাসেবা প্রদান করেন, ডাক্তার লামিয়া নুর, ডাক্তার সাগর কান্তি মন্ডল ও ডাক্তার নাজমুন নাহার মনি।
আয়োজিত অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন চাঁদপুর শহরের স্বনামধন্য প্রতিষ্ঠান নােভা এইড ডেন্টাল কেয়ার।
প্রতিবেদকঃকবির হোসেন মিজি,২৫ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur