চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মিলন মাহমুদকে পিপিএম (বার) ফুলেল সংবর্ধনা দিয়েছে শাহরাস্তি থানা পুলিশ। ২৩ মার্চ মঙ্গলবার বিকেলে শাহরাস্তি থানা পরিদর্শনকালে এ সংবর্ধনা দেয়া হয়।
শাহরাস্তি থানা সূত্রে জানা যায়, চাঁদপুর জেলা পুলিশ সুপারের দ্বায়িত্ব গ্রহণের পর শাহরাস্তি থানার পুলিশিং কার্যক্রম ও আইন শৃঙ্খলা বিষয়ে নিয়মিত খবরাখবর নেয়ার অংশ হিসেবে তিনি থানা পরিদর্শন করেন।
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, চাঁদপুর জেলায় যোগদানের পর পুলিশ সুপার সর্ব প্রথম শাহরাস্তি থানা পরিদর্শনে আসেন। আগমনের পর তাঁকে সালাম প্রদান ও ফুলেল সংবর্ধনা দেয়া হয়েছে।
এ সময় তিনি আইন শৃঙ্খলা রক্ষায় যথাযথ দ্বায়িত্ব পালনে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
প্রতিবেদক:মো.জামাল হোসেন,২৪ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur