চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহ্তলী জিলানী চিশতী কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্ধোধন করা হয়েছে।
২৩ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী’র সভাপতিত্বে ও ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
তিনি বলেন, এ কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে এটি ভালো দিক ও বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। আমি শ্রদ্ধা নিবেদন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধু স্বাধীনতা না এনে দিলে আজ আমি এখানে দাঁড়াতে পারতাম না। তাই আমি ব্যক্তিগত ভাবে বঙ্গবন্ধুর প্রতি দুর্বল। আজ দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের মাইলফলক অর্জন করেছে। দেশ এগিয়ে যাচ্ছে পদ্মা সেতু হচ্ছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট হয়েছে, টার্নেল হচ্ছে, নৌ-বন্দর হচ্ছে, ঢাকা মাওয়া এক্সপ্রেস হচ্ছে, দেশ ডিজিটাল হচ্ছে। সবকিছু সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে।
অনুষ্ঠানে সভাপতি বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
অনুষ্ঠানে সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বলেন, আমি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত চাঁদপুর ডিসি মহোদয়কে কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যম শিক্ষার্থীরা বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে। বর্তমান সরকার শিক্ষাসহ সকল স্তরে ব্যাপক উন্নয়ন করেছেন। এ কলেজসহ সকল প্রতিষ্ঠানে ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মান করে দিয়েছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি এমপি’র প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,শাহ্তলী জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, শাহ্তলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপাল চন্দ্র কর্মকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: কামরুল হাসান, ৩০নং মধ্য শাহ্তলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার।
অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। এসময় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মো: গিয়াসউদ্দিন পাটওয়ারী, অনুষ্ঠানের সভাপতি কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদীসহ অন্যান্যরা।
স্টাফ করেসপন্ডেট,২৩ মার্চ ২০২১