Home / চাঁদপুর / চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তরের সভা অনুষ্ঠিত
DC-Office-Chandpur..-e1ভা পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬৩ জন। ৭ জন প্রার্থীর প্রয়োজনীয় কাজগপত্রের অভাবে বা বোর্ডে দেখাতে না পারায় তাদের

চাঁদপুরে সমাজসেবা অধিদপ্তরের সভা অনুষ্ঠিত

চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২২ মার্চ সকাল সাড়ে ১১টায় চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের এক সভা অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সভা পরিচালনা করেন ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো.আব্দুল্লাহ আল মাহমুদ জামান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী,ডা.বীরমুক্তিযোদ্ধা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন ডা.সাখাওয়াত উল্লাহ,চাঁদপুর জেলার সকল উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী নির্বাহী অফিসারগণ ।

উপ-পরিচালক জানান,‘ক্যান্সার,কিডনী,লিভার সিরোসিস,স্ট্রোকে,প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা’ প্রকল্পের জন্যে চাঁদপুর জেলার সকল উপজেলা থেকে ৪৮৩ আবেদন পাওয়া গেছে এবং এ সভায় ১১৭টি আবেদনপত্র গ্রহণ করা হয়েছে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মমতবার্ষিকী ও স্বাধনিতার রজতজযন্তীতে সমাজসেবা অধিদপ্তরের গ্রহীত ‘ক্যান্সার,কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রকল্পের অধীন’ প্রতি জনকে বিশেষ বিবেচনায় ৫০ হাজার টাকা বরাদ্দ দেযার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ।

আবদুল গনি ,২২ মার্চ ২০২১