Home / সারাদেশ / কুমিল্লায় শিশু-কিশোরদের চিত্রাংকণ প্রতিযোগিতা সম্পন্ন
চিত্রাংকণ প্রতিযোগিতা

কুমিল্লায় শিশু-কিশোরদের চিত্রাংকণ প্রতিযোগিতা সম্পন্ন

কুমিল্লায় জাতির জনকের জন্মশতবর্ষিকী উপলক্ষে শিশু-কিশোরদের চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী লিলনায়তনে দিনব্যাপি এ চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এতে নগরীর বিভন্ন স্কুলে অধ্যায়ন রত শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্ষুদে চিত্রশিল্পীরা ক-খ-গ এবং ঘ এই চারটি গ্রæপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তারা যথাক্রমে ইচ্ছেমতো, রূপসী বাংলা, আমাদের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ এই চারটি বিষয়ে উপর ছবি আঁকে। পরে অংশ নেয়া চারটি গ্রুপের মধ্য হতে প্রতিযোগিতায় প্রথম-দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১২ জনকে পুরষ্কার হিসেবে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান এবং কুইজ বিজয়ী অভিভাবকদেরও পুরস্কার তুলে দেয়া হয়।

এর আগে চিত্রাংকণ প্রতিযোগিরা নাচ-গান ও কবিতা আবৃত্তি পরিবেশন করে এবং অভিভাবকরা কুইজে অংশগ্রহণ করেন।
এ উপলক্ষে বিকেলে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কুমিল্লা ও চাঁদপুর জেলা কালচারাল অফিসার সৈয়দ মোহম্মদ আয়াজ মাবুদ, ফেবার ক্যাসেল এর ব্র্যান্ড ম্যানেজার ফুয়াদ বিন হাফিজ, প্রোডাক্ট পমোশন এক্সিকিউটিভ তানজিলা খান, এ এস এম আনোয়ার হোসেন।

পরে প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনকে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিগণ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী শক্তিকাম সিনহা, চন্দন দেব রায়, সায়েদুজ্জামান, বোরহান উদ্দিন এবং ঐতিহ্য কুমিল্লার পরিচালক জাহাঙ্গীর আলম ইমরুল।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি উদযাপন উপলক্ষে ফেবার ক্যাসেল এই চিত্রাংকণ প্রতিযোগিতার আয়োজন করে।

কুমিল্লা প্রতিনিধি,২০ মার্চ ২০২১