Home / উপজেলা সংবাদ / শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করবো
শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করবো

শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করবো

বিএম ইসমাইল, হাইমচর (চাঁদপুর) :

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, ‘হাইমচরে কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমি হাইমচরে বেশি বেশি আসবো, হাইমচরবাসীর পাশে থাকবো, হাইমচরের জন্যে কাজ করবো। হাইমচরে মানুষের ঘরবাড়ি জীর্ণশীর্র্ণ হলেও হাইমচরবাসী প্রকৃতির সাথে যুদ্ধ করে বেঁচে আছে। হাইমচরে উন্নয়নের অনেক স¤া¢বনা রয়েছে। আপনাদের এমপি সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি অত্যন্ত বিচক্ষণ ও জনদরদী রাজনীতিবিদ। সরকারের উচ্চমহলে তাঁর বিরাট প্রভাব রয়েছে। তিনি এলাকার অনেক উন্নয়ন করেছেন। বাকি উন্নয়ন তার মাধ্যমে হবে, আমি আপনাদের শিক্ষাব্যবস্থা, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন উন্নয়নে সহযোগিতা করবো।’

তিনি আরো বলেন, ‘জনগণের মনোভাব বুঝতে পারলে যে কোনো কাজ করা সহজ হয়।’

১৬ জুলাই বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুর হোসেন পাটওয়ারী সভাপতিত্বে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ. দা.) শ্রী দুলাল চন্দ্র সুত্রধরের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ লুৎফুর রহমান, হাইমচর থানা অফিসার ইনচার্জ মোঃ ওয়ালী উল্লাহ অলি, উপজেলা আ’লীগ সভাপতি মোতালেব জমদার, হাইমচর প্রেসক্লাব সভাপতি মাহবুব আলম বাশার, আ’লীগ সহ-সভাপতি মোঃ কাউসার মিয়াজি, আলগীবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আনোয়ার হোসেন মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ কোতওয়াল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু সন্তোষ কুমার মজুমদার, সহকারী কমান্ডার ডাঃ হাফেজ আহম্মদ পাটওয়ারী, সাবেক ইউপি চেয়ারম্যান জয়দল হোসেন আখন, উপজেলা ভাইস চেয়ারম্যান এসএস কবির হোসেন, ৪নং নীল কমল ইউপি চেয়ারম্যান হাজী ইয়াসিন রতন, ৫নং হাইমচর ইউপি চেয়ারম্যান হাজী ইসহাক খোকন প্রমুখ।

মতবিনিময়সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আপডেট :   বাংলাদেশ সময় : ১২:৫১ পূর্বাহ্ন, ২ শ্রাবণ ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ১৬ জুলাই ২০১৫

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি