কচুয়া প্রেসক্লাবের নব-নীর্মিতব্য ৪ তলা বিশিষ্ট ভবনের দ্বিতীয় তলার ছাঁদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। ১৯ মার্চ শুক্রবার ছাদ ঢালাই উপলক্ষ্যে সকাল ৮টায় দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মিলাদে দোয়া মোনাজাত পরিচালনা করেন, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার হেড মুহাদ্দিস মাও. নুরুজ্জামান। ছাদ ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন,কচুয়া উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত )চেয়ারম্যান সুলতানা খানম।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, ওসি তদন্ত এমএ রওউফ খান, কচুয়া প্রেসক্লাবের আজীবন সদস্য মো.শরিফুল ইসলাম মিঠু,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সাবেক সভাপতি আবুল হোসেন, প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, বর্তমান সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু,যুগ্ম সাধারণ সম্পাদক সুজন পোদ্দার,কাউছার আহমেদসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।ওই দুপুরে আয়োজন করা হয় প্রীতিভোজের।
প্রীতিভোজে কচুয়া প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেয়।
কচুয়া প্রতিনিধি,১৯ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur