Home / সারাদেশ / শিক্ষার্থীদের নিয়ে মার্চ পোস্ট-র‍্যালি না করার নির্দেশ : মাউশি
Education mawshi

শিক্ষার্থীদের নিয়ে মার্চ পোস্ট-র‍্যালি না করার নির্দেশ : মাউশি

করোনা মহামারিতে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শিক্ষার্থীদের মার্চপাস্ট ও র‍্যালি আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর।

বৃহস্পতিবার ১৮ মার্চ বিষয়ে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ে চিঠি দিয়েছে মাউশি।

এতে বলা হয়,করোনা পরিস্থিতির কারণে মাউশির অধীনে দেশের সব মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকলেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের অংশগ্রহণে মার্চপাস্ট ও র‍্যালির আয়োজন করছে।

বিষয়টিকে স্বাস্থ্যগত ঝুঁকিপূর্ণ উল্লেখ করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি আছে এমন কার্যক্রম থেকে বিরত রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয় ঐ চিঠিতে।

বার্তা কক্ষ , ১৯ মার্চ ২০২১
এজি