মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি মাহে রমযান ১৪৪২ উপলক্ষ্যে পরিকল্পনা ঘোষণা করেছে। হারামাইন শরিফাইন কতৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছেন।
তারাবির নামাযের আধাঘন্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফযরের নামাজের ২ ঘন্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমযানের শেষ দশদিন ২৪ ঘন্টা মসজিদ খোলা থাকবে।
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিস্টেন্স) বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামায আদায় করতে পারবেন। (মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামায আদায় করবেন।)
রিয়াজুল জান্নাহ, ইমাম সাহেবগণ, মসজিদে নববীর স্টাফ এবং জানাযার নামাযে অংশগ্রহণকারীদের নির্ধারিত থাকবে।
মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদে নামায আদায় করতে পারবেন। এবং সেই সাথে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।
প্রতিবেদক:সাগর চৌধুরী,১৯ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur