দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে মঙ্গলবার (১৬ মার্চ) পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৪৫ লাখ ৮০ হাজার ৩৯১ জন। এরমধ্যে পুরুষ ২৮ লাখ ৯৭ হাজার ৬৪ ও নারী ১৬ লাখ ৮৩ হাজার ৩২৭ জন। এদের মধ্যে ৮৯৭ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ৯৪ হাজার ৪৩৭ জন। স্বাস্থ্য অধিদফতর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৫৮ লাখ ৭১ হাজার ৪৪২ জন।
দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ২৭ হাজার ৫৮৬ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৬ হাজার ৯৩১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬ হাজার ৫৯ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৮১৪ জন, রংপুর বিভাগে ১৩ হাজার ৮৫১ জন, খুলনা বিভাগে ১১ হাজার ৩০৯ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৩০৩ জন এবং সিলেট বিভাগে ২ হাজার ৫৮৪ জন টিকা নিয়েছেন।
বার্তাকক্ষ, ১৭ মার্চ,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur