মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পদ্মা নদীতে ৩৫০ বস্তা আলু নিয়ে ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
১৭ মার্চ বুধবার ভোর ৫টার দিকে উপজেলার হাসাইল নদী রক্ষা বাঁধের ব্লকের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে কোল্ড স্ট্রোরে পাঠানোর জন্য শরীয়তপুরের নওপাড়া ইউনিয়নের তাঁতীকান্দী গ্রামের ইউসুফ মাদবর ৩৫০ বস্তা বীজ আলু নিয়ে হাসাইল ঘাটে ট্রলার নোঙ্গর করান। পরে বুধবার ভোরে ট্রলারটি অন্যত্র নেয়ার সময় নদীরক্ষা বাঁধের ব্লকের সাথে ধাক্কা লেগে মুহূর্তের মধ্যেই আলুবোঝাই ট্রলারটি ডুবে যায়।
আলুর মালিক ইউসুফ মাদবর জানান, সকালে হিমাগারে আলু পাঠানোর জন্য ঘাটের সিরিয়াল দিতে ট্রলারটি নেয়ার সময় নদীতে থাকা ব্লকের সঙ্গে ধাক্কা লেগে কিছু বুঝে ওঠার আগেই ডুবে যায়। এখন স্থানীয়দের সহযোগিতায় আলু ও ট্রলার ওঠানোর চেষ্টা চলছে।
বার্তা কক্ষ,১৭ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur