Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ
নবনির্বাচিত

ফরিদগঞ্জে নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহণ

ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। এ সময় তিনি পৌরবাসীর সার্বিক কল্যাণ নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একইসঙ্গে পৌরসভার সকল নাগরিকদের জন্য পৌর দরজা খোলা থাকবে, সবাইকে নিয়ে ফরিদগঞ্জ পৌরসভাকে উন্নত মডেল পৌরসভা হিসেবে গড়তে চাই, পৌরবাসীর স্বার্থ সংরক্ষণে নানামুখী উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর কাছে দায়িত্ব হস্তান্তর করেন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য বিদায়ী মেয়র মাহফুজুল হক।

১৪ মর্চ রোববার দুপুরে ফরিদগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে পৌর সচিব খোরশেদ আলমের সভাপত্বিতে এবং পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবুর রহমান ও ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমান সোহাগের পরিচালনায়, সভায় এই সময় বক্তব্য রাখেন, নবাগত মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সদ্য বিদায়ী মেয়র মাহফুজুল হক, মহিলা আ’লীগ নেত্রী নাজমুর নাহার অনি রাজিয়া সুলতানা ডিপু, সাবেক ছাত্রনেতা মাহবুব মোরশেদ প্রমূখ।

এর আগে পৌর কর্মচারী সংসদসহ রাজনৈতিক, সামাজিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ফরিদগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহণকরা কাউন্সিলররা হলেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং-(১,২,৩)-সংরক্ষিত ওয়ার্ডে কুসুম বেগম, ২নং-(৪,৫,৬)-ওয়ার্ডে খতেজা বেগম এবং ৩নং-(৭,৮,৯)-ওয়ার্ডে সেলিনা আক্তার যুথী।

সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে আমিনুল হক, ২ নং ওয়ার্ডে আবুল হাসেম, ৩নং ওয়ার্ডে জায়েদ হোসেন, ৪ নং ওয়ার্ডে আবদুল মান্নান পরান, ৫ নং ওয়ার্ডে জাহিদ হোসেন, ৬ নং ওয়ার্ডে মাজহারুল আলম, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ হোসেন, ৮ নং ওয়ার্ড জাকির হোসেন গাজী ও ৯ নং ওয়ার্ড মোঃ সাজ্জাদ হোসেন টিটু।

উল্লেখ, গত ১০ মার্চ বুধবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বিম আজাদ সার্কিট হাউজ মিলনায়তনে তাদের শপথ বাক্য পাঠ করেন ফরিদগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়রসহ পৌর পরিষদ।

প্রতিবেদক:শিমুল হাছান,১৪ মার্চ ২০২১