চাঁদপুর পালবাজার কাঁচামাল আড়তদার পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ শনিবার সন্ধ্যায় শহরের পালবাজার আড়তদার পরিষদের অফিস কক্ষে সভাপতির বক্তব্য রাখেন পরিষদের সভাপতি আলহাজ বাদশা ভূঁইয়া।
পালবাজার কাঁচামাল আড়তদার পরিষদের সাধারণ সম্পাদক মো. ফারুক মৃধার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি হারুন পাটওয়ারী, ইব্রাহীম পাটওয়ারী, মিজান হাওলাদার, হুমায়ন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব তপাদার, হারুন, মফিজ, সাংগঠনিক সম্পাদক আলমগীর খান, কোষাধ্যক্ষ মানিক বেপারী, দপ্তর সম্পাদক মাহফুজ, সদস্য নিতাই সাহা, মুক্তার পাটওয়ারী, নুরু ভ‚ইয়া, দুদু মিয়া, বাচ্চু মৃধা, সৈয়দ, লুতু ছৈয়াল, মিজান, খোকন, সালাম, নুরু ছৈয়াল, নিশানসহ পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাসিক সভায় পরিষদের সাধারণ সম্পাদক মো. ফারুক মৃধা বলেন, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাড. জিল্লুর রহমান জুয়েলের নির্দেশনায় ও স্থানীয় কাউন্সিলর সোহেল রানার সার্বিক তত্ত¡াবধানে পালবাজার এলাকায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া পালবাজারের সার্বিক শৃঙ্খলা নিয়ন্ত্রনে পরিষদের পক্ষ থেক লোকবল যুক্ত করা হবে। চুরি-চিনতাইসহ বিভিন্ন শৃঙ্খলা রক্ষার্থে গার্ডম্যান রাখা হবে।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,১৩ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur