কচুয়া উপজেলার কাদিরখিল গ্রামের সুমন মুন্সীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত শাহানা বেগমের চিকিৎসার দায়িত্বভারও গ্রহণ করেন তিনি।
১২ মার্চ শুক্রবার ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ অগ্নিদগ্ধ শাহানা বেগমকে দেখতে তার বাড়িতে যান। এ সময় তিনি অগ্নিদগ্ধ শাহানা বেগমের সঙ্গে কথা বলেন ও পরিবারের খোঁজ-খবর নেন। তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ্য করার দায়িত্বভারও গ্রহণ করেন তিনি।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদ মুন্সী, ইউপি সদস্য মনির কাজী ও আলাউদ্দিন, যুবলীগ নেতা কামাল হোসেন, ছাত্রলীগ নেতা জালালসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, বুধবার মধ্যরাতে কাদিরখিল গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গৃহে থাকা নগদ ৫০ হাজার টাকা, আসবাবপত্র ও গবাদিপশুসহ প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে।
প্রতিবেদকঃজিসান আহমেদ নান্নু,১২ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur