কুমিল্লায় একটি আবাসিক হোটেলে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবাসায়ীকে আটক করা হয়েছে।
৯ মার্চ মঙ্গলবার বিকালে নগরীর স্টেশন রোডের সবুজ বাংলা রেস্ট হাউস নামে ওই আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো—কুমিল্লা সদর উপজেলার শাহপুর গ্রামের টুক্কু মিয়ার ছেলে মনির এবং একই গ্রামের আলকাস মিয়ার ছেলে আবদুল কাদের। এ সময় তাদের কাছ থেকে তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা যায়, বিকালে নগরীর স্টেশন রোডের ‘সবুজ বাংলা রেস্ট হাউস’ আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়। এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ বলেন, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশনায় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোপন তথ্যের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করা হয়।
আটকদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি থানায় মাদকের মামলা করা হবে।
কুমিল্লা প্রতিনিধি,১০ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur