জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজনে ১০ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়েছে।
৯ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের বিজয় মেলার চেয়ারম্যান অ্যাডঃ বদিউজ্জামান কিরনের সভাপতিত্বে ও মহাসচিব হারুন আল রশীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিজয় মেলার সাবেক মহা সচিব ও থিয়েটার ফোরামের সভাপতি শহিদ পাটোয়ারি,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, বিজয় মেলার যুগ্ম মহাসচিব অ্যাডঃ সাইফুদ্দিন বাবু, অনন্যা নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক মৃণাল সরকার,জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, বিজয় মেলার যুগ্ম মহাসচিব অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু, কালচারাল অফিসার আয়াজ মাবুদ,বিজয় মেলার স্মৃতিচারন পরিষদের আহ্বায়ক মুক্তিযুদ্ধা ইয়াকুব মাস্টার,যুগ্ম মহাসচিব অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া প্রমুখ।
বক্তারা বলেন, আমরা ২৯ বছর অতিক্রম করেছি। তবে ৩০ তম বিজয় মেলার সিদ্ধান্ত নিয়েছিলাম। সারা দেশে করোনা পরিস্হিতির কারণে প্রধান মন্ত্রীর প্রতি শ্রদ্ধা রেখে তা বন্ধ রেখেছিলাম। আমরা প্রজম্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানানোর জন্য বিজয় মেলা শুরু করেছিলাম।
বক্তারা বলেন, বিজয় মেলা করোনার কারণে আমরা করতে পারিনি। তবু বিভিন্ন কর্মসূচি পালন করেছি। আমরা বিজয় মেলার পক্ষ থেকে ১০ দিন ব্যাপী সাংস্কৃতিক উৎসব করার সিদ্ধান্ত নিয়েছি। শত কণ্ঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে ১৭ মার্চ বিকাল ৫ টায় এ উৎসবের আনুষ্ঠানিকতা করা হবে। আলোচনা সভায় যেন ১/২ জন কে মঞ্চে তুলা হয়।
উপস্থিত ছিলেন বিজয় মেলার উপদেস্টা মহসিন পাঠান,বর্নচোরা নাট্য গোষ্ঠীর সভাপতি শুকদেব রায়, সাধারণ সম্পাদক শরীফ চৌধূরী,বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সাধারন সম্পাদক অ্যাডঃ আমির উদ্দিন ভূইয়া মন্টু,, ইতু চক্রবর্তী, অনিমা সেন চৌধূরী, সোমা দত্ত, বঙ্গবন্ধু আবৃত্কি পরিষদের সভাপতি মুক্তা পিযুষ, সাধারন সম্পাদক মিঠুন বিশ্বাস, স্বপ্নকুড়ির সভানেত্রী সলতানা সেতু, অনুপম নাট্য গোষ্ঠীর সাধারন সম্পাদক গোবিন্দ মন্ডল, স্বরলিপি নাট্য গোষ্ঠীর প্রতিষ্ঠাতা এম আর ইসলাম বাবু, কণ্ঠশিল্পি বিরেন সাহা, মেঘনা থিয়েটারের সভাপতি তবিবুর রহমান রিংকু।
প্রতিবেদক:আশিক বিন রহিম,৯ মার্চ ২০২১