পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। ফলে দেশের পাঁচ জেলায় নতুন এসপি দায়িত্ব পাচ্ছেন।
৯ মার্চ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার মিলন মাহমুদকে চাঁদপুর জেলায়,খুলনার এসপি এসএম শফিউল্লাহকে গাজীপুর জেলায়, মাদারীপুরের এসপি মোহাম্মদ মাহবুব হাসানকে খুলনা জেলায়,ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার গোলাম মোস্তফা রাসেলকে মাদারীপুর জেলায় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মাছুম আহাম্মদ ভূঞাকে জয়পুরহাট জেলায় বদলি/পদায়ন করা হয়েছে।
এছাড়া জয়পুরহাটের এসপি মো. সালাম কবিরকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা ব্যুরো চীফ,৯ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur