চাঁদপুরে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। এদিন ৫৪টি স্যাম্পলের রিপোর্টে ৪ জনের করোনা শনাক্ত হয়। বাকি ৫০ জনের রিপোর্ট নেগেটিভ আসে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২,৮৬৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৭শ’ ৩০ জন।
উপজেলাভিত্তিক আক্রান্তদের সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ১২৪৮ জন, হাইমচরে ১৭৪ জন, মতলব উত্তরে ২১০ জন, মতলব দক্ষিণে ৩০৮ জন, ফরিদগঞ্জে ৩১৫ জন, হাজীগঞ্জে ২৪৪ জন, কচুয়ায় ১০৬ জন ও শাহরাস্তিতে ২৬০ জন। ।
সূত্র থেকে আরও জানা যায়, ভাষাবীর এমএ ওয়াদুদ আরটি পিসিআর ল্যাবে ৫৪টি স্যাম্পলের করোনা টেস্ট করা হয়।
চাঁদপুর জেলায় করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা হচ্ছে ৮৮ জন। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে ৪৭ জন বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
উপজেলাভিত্তিক মৃত্যুর সংখ্যা হচ্ছে : চাঁদপুর সদরে ২৮ জন,ফরিদগঞ্জে ১৪ জন, হাজীগঞ্জে ১৭ জন,শাহরাস্তিতে ৭ জন,কচুয়ায় ৬ জন,মতলব উত্তরে ১১ জন, মতলব দক্ষিণে ৪ জন ও হাইমচরে ১ জন।
আবদুল গনি , ৯ মার্চ ২০২১