ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সহ-সভাপতি হাসান জাহাঙ্গীর সুজনের ওপর হামলার ঘটনায় চাঁদপুরের কচুয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছে এলাকাবাসী।
৮ মার্চ সোমবার বিকালে কড়ইয়া এলাকাবাসীর ব্যানারে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ বিক্ষোভ মিছিলটি কচুয়া বিশ্বরোড হয়ে পৌর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে শেষ হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য দেন, ওয়ার্ড কাউন্সিলর আমিনুল হক মিয়াজী,আওয়ামী লীগ নেতা শাহজাহান মজুমদার,মকবুল হোসেন,যুবলীগ নেতা গাজী ফারুক,মাঈন উদ্দিন আহমেদ সবুজ, চাঁদপুর পুলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রলীগের সাধারন সম্পাদক শাকিল হোসেন,ছাত্রলীগ নেতা আহসান হাবীব, জুয়েল রানা,আহতের বড় ভাই ইলিয়াছ হোসেন মুন্না প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ছাত্রলীগ নেতা হাসান জাহাঙ্গীর সুজনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। পাশাপাশি সকল আসামীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৮ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur