পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদির মেয়ে আকশা আফ্রিদির সঙ্গে বিয়ে হতে যাচ্ছে বর্তমান পাকিস্তান জাতীয় দলের বাঁ-হাতি পেসার শাহিন শাহ আফ্রিদির। দ্রুতই তাদের বাগদান সম্পন্ন হবে বলেও সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে।
শহীদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ের বিষয়টি পাকিস্তান পেসার শাহিনের বাবা আয়াজ খান সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শহীদ আফ্রিদির পরিবারের সঙ্গে তাদের আগে থেকেই জানা শোনা আছে। মেয়েকে ঘরের বউ করে আনার প্রস্তাব তাই শহীদ আফ্রিদি গ্রহণ করেছেন।
শহীদ আফ্রিদির পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে গত দুই বছর ধরে আলাপ চলছে। তবে শাহিন জাতীয় দলে খেলছিলেন এবং আফ্রিদির মেয়ে এখনও পড়াশুনা করছেন তাই বিষয়টি প্রকাশ করেননি কোন পক্ষ।
তাদের বিয়ের আলাপ এগোনোর অন্যতম একটা কারণ হলো দুই পরিবারই একই গোত্রের। আর বিয়ের বিষয়টি দুই বছর ধরে সামনে না আসার কারণ হচ্ছে দু’জনেরই বয়স কম। পাকিস্তান পেসার আফ্রিদির বয়সও ২০ বছর। আফ্রিদির মেয়ে আকশাও পা দিয়েছেন ২০ বছরে।
বার্তাকক্ষ, ০৭ মার্চ,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur