চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক :
দাবিকৃত যৌতুকের টাকা না দেয়ায় স্ত্রীকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন লক্ষ্মীপুর জেলার রায়পুরের ছয়বাড়িয়া গ্রামের পাষণ্ড আবদুল মজিদ সরদার। তার স্ত্রীর নাম তাহেরা ইয়াসমিন (৩০)।
বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের বিছানায় মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন।
দগ্ধ তাহেরা ইয়াসমিনের মা নাঈমা বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ের সঙ্গে আবদুল মজিদের বিয়ে হয়। ওইসময় কিছু ফার্নিচার দেয়ার কথা ছিল। সেই সঙ্গে একটি দোকার দেয়ার জন্য ৮০ হাজার টাকা দাবি করে মজিদ। কিন্তু তা দিতে না পারায় তাহেরাকে প্রায়ই মারধোর করতো সে। মারধরে অতিষ্ট হয়ে তাহেরা গত ৯ রমজান বাবার বাড়ি চলে আসে।
গতকাল মঙ্গলবার বিকেলে তাহেরাকে নিতে আসেন আবদুল মজিদ। ঝগড়া-বিবাদের এক পর্যায়ে সেখানেও স্ত্রীকে মারধর করে। তাই এলাকার গণ্যমান্য ব্যক্তিরা তাহেরাকে মজিদের সঙ্গে যেতে দেয়নি। আর এতেই ক্ষিপ্ত হয়ে উঠে মজিদ। গত রাতে কৌশলে শ্বশুর বাড়িতে ঢুকে ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
তাহেরা ইয়াসমিনের চিৎকার শুনে পাশের ঘর থেকে তার মা-বাবা তাকে উদ্ধার করে পুকুরে নিয়ে যায়। তখন তারা ঘরের মধ্যে একটি সেভেন-আপের বোতল দেখতে পায়, যেটাতে করেই পেট্রোল আনা হয়।
পরে তাহেরাকে লক্ষ্মীপুর সদর হাতপাতাল এবং সেখানে থেকে ঢাকা মেডিকেল কলেজে কলেজেরে বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছে তাহেরা ইয়াসমিনের শরীরের ২২ শতাংশ পুড়ে গেছে।
আপডেট : বাংলাদেশ সময় : ০৪:৫১ অপরাহ্ন, ৩০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ১৫ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫
চাঁদপুর টাইমস ডট কম–এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি