Wednesday, July 15, 2015 4:55:37 PM
চাঁদপুর টাইমস ডেস্ক:
স্বামীর জন্য দোয়া চাইলেন ক্লোজ আপ তারকা সালমা। সালমা ফেসবুকে স্বামী সংসদ সদস্য শিবলির সাথে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন ‘শিবলীর শরীরটা অনেক খারাপ ওর জন্য সবাই দোয়া করবেন।’ তবে বিস্তারিত লিখেন নি সালমা।
২০১০ সালে জানুয়ারির প্রথমদিকে সালমার গান সরাসরি শুনেই তাকে ভাল লেগে যায় শিবলির। এরপর সালমা দুবাইতে শো করতে যান। এর ফাঁকে সালমার পরিবারের কাছে বিয়ের প্রস্তাব দেন শিবলি। সালমা আসার আগেই বিয়ের বিষয়টি ঠিক হয়ে যায়। ব্যস, সালমা আসামাত্রই ২৫শে জানুয়ারি বিয়ে হয়ে যায় সালমা-শিবলির। শিবলি এখন সরকারদলীয় সংসদ সদস্য। বেশ সুখেই কাটছে তাদের সংসার। তাদের কোলজুড়ে এসেছে স্নেহা নামে কন্যা সন্তান।
শিবলি দিনাজপুর ৬ আসনের সংসদ সদস্য। সালমা সন্তানসহ বর্তমানে ঈদ করতে শ্বশুরবাড়ি দিনাজপুরে নবাবগঞ্জে গেছেন।
চাঁদপুর টাইমস : ডিএইচ/২০১৫।
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur