আজ ২ মার্চ স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস। দিনটি উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির উদ্যোগে আজ মঙ্গলবার বেলা আড়াইটায় কেন্দ্রীয় শহিদ মিনার থেকে জাতীয় পতাকা শোভাযাত্রা বের করা হবে।
এছাড়া বিকাল ৩টায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহিদ শফিউর রহমান মিলনায়তনে আলোচনাসভা করবে জেএসডি। আলোচনাসভায় স্মৃতিচারণ করবেন স্বাধীনতার পতাকা উত্তোলক ও জেএসডি সভাপতি আ স ম আবদুর রব।
আলোচনায় অংশ নেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম, মোস্তফা মোহসীন মন্টু, মাহমুদুর রহমান মান্না, ডা. জাফরুল্লাহ চৌধুরী, অ্যাড. ছানোয়ার হোসেন তালুকদার, মোহাম্মদ সিরাজ মিয়া, বেগম তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।
ঢাকা ব্যুরো চীফ,২ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur