মতলব পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কিশোর কুমার ঘোষের বাসায় গিয়ে সৌজন্যে সাক্ষাৎ করলেন নব নির্বাচিত কাউন্সিলর সারোয়ার হোসেন লিখন।
১ মার্চ সোমবার রাত ৮টায় পৌরসভার ঘোষপাড়ার নিজ বাসায় গিয়ে সফল কাউন্সিলর কিশোর কুমার ঘোষকে জড়িয়ে ধরেন এবং ফুলের মালা পড়ি দেন নব-নির্বাচিত তরুণ কাউন্সিলর সারোয়ার হোসেন লিখন।
লিখন বলেন, পৌরসভার সদর ওয়ার্ডের উন্নয়নমূলক কাজ করতে আপনার সহযোগিতা আমার একান্ত প্রয়োজন। আমার আশা ও বিশ্বাস আপনার একজন ভাতিজা হিসেবে আপনার রেখে যাওয়া অসমাপ্ত কাজ গুলো যেন সততার সাথে করতে পারি এবং আগামী দিনের পথচলার অনুপ্রেরণা যোগাবেন।
কিশোর কুমার ঘোষ বলেন, আমি কথা দিলাম অত্র ওয়ার্ডের উন্নয়ন ও সেবামূলক কাজ করতে যেখানে আমাকে স্মরণে করবে আমি তোমার পাশে থাকবো।
সারোয়ার হোসেন লিখন সোমবার রাতে অপর নির্বাচন প্রতিদ্বন্ধী মো.আল আমিনের বাসায় গিয়ে ও সৌজন্যে সাক্ষাৎ করেন। সেখানেও তিনি পরাজিত প্রার্থী আল আমিনের সার্বিক সহযোগিতা কামনা করেন। এছাড়া সারোয়ার হোসেন লিখন ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকার জনগণের বাড়িতে গিয়ে দেখা করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় পৌর যুবলীগ নেতা আহ্সান মৃধা, মোহাম্মদ আলী, রাম বিশ্বাস, সবুজ সরকার, শরীফ মিয়াজী, মামুন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:মাহ্ফুজ মল্লিক,১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur