চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানার পক্ষ থেকে করোনা ভ্যাকসিনের ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শহরের কালী বাড়ি কোর্ট স্টেশনের সম্মুখে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা ও বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪০ উর্দ্ধো যে কেউ ফ্রিতে রেজিন্ট্রেশন করতে পারবেন।
১ মার্চ সোমবার দৃপুর ১টায় শহরে শহরের কালী বাড়ি কোর্ট স্টেশনের সম্মুখে ফিতা কেটে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর সোহেল রানা ও জেলা ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম।
ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রমটি ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি অাল রাফি মালের সৌজন্যে ও উদ্যোক্ত ওবায়দুর রহমানের পরিচালনায় একঝাঁক ছাত্রলীগকর্মী প্রতিদিন কার্যক্রমটি চালিয়ে যাবেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রলীগ নেতা সাগর পাটোয়ারী,পৌর ছাত্রলীগের সহ সভাপতি জিএম খালেদুল ইসলাম রুবেল, মোঃ আতিকুল রহমান সোহান ভূঁইয়া,ফজলুল হক,সাংগঠনিক সম্পাদক অনিক সরকার, দপ্তর সম্পাদক আরাফাত সানি,সহ-সম্পাদক মাইনুল ইসলাম অনি,কলেজ ছাত্রলীগ নেতা অপু কুমার বিশ্বাস,৭নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ইমন বেপারী প্রমূখ।
কবির হোসেন মিজি ,১ মার্চ ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur