রোববার বেলা সাড়ে ৩ টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা কৃষি কমিটির এক সভা অনুষ্ঠিত্। সভাপতিত্ব করেন চাঁদপুর সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো.শাহ আলম খাইরুল আলম ভূঁইয়া প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।
এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে ব্যাংকের সহকারী পরিচালক মো.মাঈনুদ্দিন,চাঁদপুর অঞ্চলের অগ্রণী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক গীতা রানী মজুমদার,জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো.শাহ আলম এবং বাংলাদেশ কৃষি ব্যাংকের চাঁদপুর অঞ্চলের মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মো.হায়াৎ মাহামুদ খান।
এ ছাড়াও চাঁদপুর জেলার কর্মসংস্থান ব্যাংক,উত্তরা ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক,রূপালী ব্যাংকসহ ২৪ টি বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট ব্যবস্থাপক ও প্রতিনিধিগণ এ কৃষি কমিটির সভায় উপস্থিত ছিলেন।
সভায় ২০২০-২১ অর্থবছরের ঋণ বিতরণ আদায় ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায়ের বিষয়ে তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয এবং ঋণ আদাযে কার্যকর ভূমিকা গ্রহণ করার জন্য জেলা প্রশাসক মহোদয় তাগিদ দেন।
অর্থঋণ আদালতে মামলাগুলো বিচার-বিশ্লেষণ ও মেয়াদোত্তীর্ণ ঋনের অর্থ আদায়ের বিষয়ে মতামত ব্যক্ত করা হয় ।
আবদুল গনি, ২৮ ফেব্রুয়ারি ২০২১