‘কোভিড ও ডায়াবেটিস প্রতিরোধে বাঁচবে’ এ প্রতিপাদ্য বিষয়ে ২৮ ফেব্রæয়ারি রোববার ডায়াবেটিস সচেতনতা দিবস পালিত হয়েছে। রোগ প্রতিরোধ ক্ষমতা তুলনামূলকভাবে কম থাকার কারণে ডায়াবেটিক রোগীদের কোভিড ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।
ডায়াবেটিসের পাশাপাশি উচ্চ রক্তচাপ, হৃদরোগ, কিডনীর জটিলতা ও শ্বাসকষ্ট থাকলে ডায়াবেটিক রোগীর মৃত্যুর ঝুঁকিও বেশি। অন্যদিকে, কোভিডের কারণে মানসিক চাপ, চিকিৎসার নিয়ম-পদ্ধতি ব্যাহত হওয়া, খাদ্যভ্যাসের পরিবর্তন ও অপর্যাপ্ত কায়িক পরিশ্রম রক্তের শর্করাকে আরো বেশি অনিয়ন্ত্রিত করে ফেলে।
এ অবস্থায় ডায়াবেটিক রোগীর করোনা হলে তা মারাত্মক আকার ধারণ করে। এ সমস্ত বিষয় সম্পর্কে সচেতন করা জন্য চাঁদপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগ চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের সামনে রোড শো ও জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদপুর ডায়াবেটিক সিটি সেন্টারে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
চাঁদপুর ডায়াবেটিক সমিতির অবৈতনিক সাধারণ সম্পাদক আলহাজ্ব মো.জাহাঙ্গীর আখন্দ সেলিমের সভাপ্রধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহানাজ।
উপস্থিত ছিলেন চাঁদপুর ডায়াবেটিক সমিতির কোষাধ্যক্ষ আলহাজ্ব এমএ মাসুদ ভূঁইয়া, সদস্য অ্যাড. ফজলুল হক সরকার, তমাল কুমার ঘোষ, ডা.এসএম মোস্তাফিজুর রহমান, চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা.সাইফুল ইসলাম সোহেল,আজীবন সদস্য অধ্যক্ষ মাহমুদা খাতুন, রোটা. মোহাম্মদ আলী জিন্নাহ, শরীফ মো.আশরাফুল হক,রোটা. খোরশেদ আলম পাটওয়ারী কাঞ্চন, অ্যাড. রুহুল আমিন, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা ।
অরো ছিলেন চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের মেডিকেল অফিসার ডা. ছাবেরা ইসলাম,ডা.মো.খবির উদ্দিন, মেডিকেল অফিসার (বিডিএস) ডা. শাহনেওয়াজ তালুকদার, মেডিকেল অফিসার, ডা. মো. মশিউর রহমান, প্রশাসনিক কর্মকর্তা ইকবাল আজম,আইটি অফিসার উজ্জ্বল হোসাইন, সমাজকল্যাণ কর্মকতা হাসান কবির,নিউট্রিশন অফিসার মো.মাজহারুল ইসলাম চৌধুরী,হেলথ এডুকেটর মুহাম্মদ জাকির হুসাইন, জুনিয়র স্টোর অফিসার মোঃ মোস্তফা বেপারী, জুনিয়র হিসাবরক্ষণ অফিসার মোঃ শিপন বেপারী, সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট সুমন চন্দ্র দাস, মোঃ মহিউদ্দিন খান, আবির মজুমদার, স্টাফ নার্স রাশিদা আক্তার, নাজমুন নাহার, সুমিতা কর্মকারসহ হাসপাতালের অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
প্রেস বিজ্ঞপিত ,২৮ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur