Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে গাজীপুর ১নং ওয়ার্ডের উপনির্বাচন রোববার
election

হাইমচরে গাজীপুর ১নং ওয়ার্ডের উপনির্বাচন রোববার

চাঁদপুরে হাইমচর উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপনির্বাচন ২৮ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে। গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য মরহুম মন্টু মিয়া হাওলাদারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষনা করা হয়।

১৭ জানুয়ারি নির্বাচনের তফসিল ঘোষন করেন নির্বাচন কমিশন। মনোনয়ন যাচাই বাচাই শেষে ৫ জনের মাঝে প্রতিক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন।

সাবেক ইউপি সদস্য মন্টু মিয়া হাওলাদার পুত্র মফিজুল ইসলাম মোরগ, সাবেক ইউপি সদস্য মোঃ খোরশেদ আলম ফুটবল,মোঃ দেলোয়ার পাটওয়ারী চাপকল, মোঃ শামিম হোসেন তালা ও আ. মালেক আপেল মার্কায় প্রতিদ্বন্ধীতা করবে। রোবারার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২৫০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

প্রতিবেদক:মোঃ ইসমাইল,২৭ ফেব্রুয়ারি ২০২১