চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমরান হোসেন ভূঁইয়ার ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
২৬ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আইলের রাস্তা এলাকায় মানববন্ধন চলাকালে এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা বাবুল গাজী, মজিব গাজী, হানিফ গাজী, লাল মিয়া, ছিডা বেপারী, ইউনিয়ন যুবলীগ নেতা ইউনুছ বেপারী, ইউনিয়ন ছাত্রলীগ নেতা সামাদ, পারভেজ, সাইফুল, জুম্মন, মিলন, নয়স , হৃদয়, আলাউদ্দিন, মোহাম্মদ, টিপু, আরিফ, জিসান, শরীফ, আল আমিন ও সজিব।
মনবন্ধনে বক্তারা বলেন, সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে দ্রূত বিচারের দাবী করেন, এমরান হোসেন ভূঁইয়া হত্যার উদ্দেশে এই হামলা করে। প্রকাশ্যে এই ধরনের ঘটনা মেনে নেয়া যায় না।
প্রতিবেদক:শিমুল হাছান,২৬ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur