চাঁদপুরের মতলব উত্তরের মোহনপুর পর্যটন কেন্দ্র পিকনিকে এসে মেঘনা নদীতে নিখোঁজ যুবক সাজ্জাত হোসেনের সন্ধান ৪ দিনেও মিলেনি। তিনি ঢাকা নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জের বালি গ্রামে। গত ২১ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার দিকে ওই যুবক নিখোঁজ হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২১ ফেব্রুয়ারি রবিবার দুপুরে ঢাকার নিউমার্কেট এলাকা থেকে মানিক-৯ লঞ্চে করে একদল ব্যবসায়ী ও কর্মচারী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে পিকনিকে আসেন।
আরও পড়ুন : মতলবে পিকনিকে এসে তরুণ নিখোঁজ
সেখানে গিয়ে মেঘনা নদীতে অনেকেই গোসল করতে নামেন। বিকেল চারটার দিকে সাজ্জাত হোসেন নামের একজন নদীতে গোসল করার সময় ডুবে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে চাঁদপুর থেকে ফায়ার সার্ভিসের দল উদ্ধার অভিযান চালালেও তার সন্ধান মেলেনি।
মোহনপুর নৌ পুলিশের ইনচার্জ মো. হোসেন বলেন, আমরা অনেক চেষ্টা করেও সোমবার দুপুর পর্যন্ত ওই তরুণের সন্ধান পাইনি। আমরা নদীতে তল্লাশি অব্যাহত রয়েছে। তার স্বজনরা এখানে এসেছেন। এ ঘটনায় সাজ্জাতের বড় ভাই সাব্বির হোসেন নৌ থানায় একটি অভিযোগ করেছেন বলে তিনি জানান।
ভয়েস টিভি/ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur