Home / চাঁদপুর / চাঁদপুর মাছঘাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, জরিমানা আদায়
সাঁড়াশি

চাঁদপুর মাছঘাট থেকে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ, জরিমানা আদায়

চাঁদপুরে মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযানে জেলি মিশ্রিত চিংড়ি জব্দ করা হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার ভোর সাড়ে ৬ টা হইতে সকাল সাড়ে ৮টা পর্যন্ত চাঁদপুর বড় ষ্টেশন মাছ ঘাট ও পালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জানা যায়,চাঁদপুর শহরের বিভিন্ন হাট বাজারে জেলি মিশ্রিত চিংড়ি মাছ দীর্ঘদিন যাবত বিক্রয় হচ্ছে।

এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বড় ষ্টেশন মাছ ঘাটের হাজী আব্দুল খালেক মাল এর আড়তে অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক আধা কেজি জেলি মিশ্রিত চিংড়ি মাছ জব্দ করা হয়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত জেলি মিশ্রিত চিংড়ি জনসমূক্ষে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুব রশীদ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ এর সহকারী পরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তরে কর্মকর্তা বৃন্দ।

সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৪ ফেব্রুয়ারি ২০২১