চাঁদপুর মতলব দক্ষিণে চুরি হওয়া ল্যাপটপসহ শিপন ইসলাম (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার কালিকাপুর গ্রাম থেকে ওই চোরকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, অনলাইন নিউজ পোটাল “চাঁদপুর আলো” এর ভারপ্রাপ্ত সম্পাদক নারায়নপুর ইউনিয়নের কবির মজুমদারের ব্যবহূত একটি মূল্যবান লেপটপ সোমবার রাতে তাদের ঘর থেকে চুরি হয়।
মঙ্গলবার সকালে সন্দেহভাজন কয়েকজনের নাম উলেখ করে মতলব দক্ষিণ থানায় কবির হোসেন মজুমদার বাদী হয়ে একটি চুরির মামলা করেন।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়ার আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিপন ইসলাম কে তাঁর বাড়ি থেকে আটক করে। তার বাড়ি হাজীগঞ্জ থানার নাসিরকোর্ট গ্রামে। এ সময় তাঁর কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপটি জব্দ করা হয়।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক মফিজুল ইসলাম বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে তাঁর (পরিদর্শক) থানায় একটি চুরির মামলা হয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেফতার দেখানো হয়।
প্রতিবেদক:মাহফুজ মল্লিক,২৪ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur