হাজীগঞ্জের ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মনির হোসেন গাজীর নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান।
২১ ফেব্রুয়ারি রোববার সকালে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিদের নিয়ে রামচন্দ্রপুর ভূইয়া একাডেমীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়।
ওই সময় উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারণ সম্পাদক মো. আবুল হোসেন আবু, সদস্য মো. এমরান হোসেন খন্দকার, ইউনিয়ন আওয়মীলীগের সহ-সভাপতি মো. আবুল বাসার, মো. আবুল বাসার আটিয়া, সদস্য ক্যাপ্টেন মো. শফিকুর রহমান, ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান, ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আবুল বাসার, ৮নং আওয়ামী লীগের সভাপতি মো. বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন পাটওয়ারী উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মো. শাহআলম হাজী, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী মোল্লা, অর্থ বিষয়ক সম্পাদক মো. রুবেল গাজী, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসেন, সদস্য মো. বিল্লাল হোসেন হাওলাদারসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
এদিকে কালঁচো দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী রোটা. এস এম মানিকের নেতৃত্বে একাধিক সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করেন।
রোববার রাত ১২ টা ১ মিনিটের দিকে ইউনিয়ন আওয়ামী লীগ ও উন্নয়ন কমিটির ব্যানারে এবং সকালে রামপুর বাজার ব্যবসায়ী সমিতি, রামপুর উচ্চ বিদ্যালয়সহ প্রায় ৮টি সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদের স্মরনে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাঁদ মিয়া খলিফা, সাগর মোল্লা, মহিলা আওয়ামী লীগের সাধারন সস্পাদক রুনা লায়লা, ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র, যুগ্ন আহবায়ক আশ্রাফ মজুমদার, কাউছার দরবেশ, সোহাগ মোল্লা, রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সস্পাদক মহসীন মিজি, আ. খালেকসহ যুব ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
একইদিনে অমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে হাজীগঞ্জের ৪নং কালঁচো দক্ষিণ ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন করা হয়। রবিবার সকালে রামপুর উচ্চ বিদ্যালয়ের পাঙ্গনের শহীদ মিনারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপনের নেতৃত্বে পরিষদের সকল সদস্যগন ফুলের ঢালা অর্পনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি জানান।
এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহ আলম মজুমদার, খোরশেদ আলম, কবির হোসেন, আ. খালেক, পলাশ ঘোষ, জাকির হোসেন, সুলতান, আবুল বাশার ও রাজ্জাক এবং মহিলা ইউপি সদস্য খোদেজা বেগম, পুতুল রানী দাস, জোৎস্না বেগমসহ পরিষদের চকিদার বৃন্দ।
এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সাবেক ছাত্র ও যুবলীগের নেতা মো. আহসান হাবীবের নেতৃত্বে শহীদের স্মরনে শ্রদ্ধাঞ্জলী জানানো হয়।
২১ শে ফেব্রুয়ারি রাতের প্রথম প্রহরে ইউনিয়নের সেন্দ্রা ৮নং ওয়ার্ড আয়োজিত অনুষ্ঠানে যোগদানের পর তিনি শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।
এ সময় ইউনিয়ন আওয়ামী, যুব ও ছাত্রলীগের নেতাকর্মীসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়,২১ ফেব্রুয়ারি ২০২১