শেষ হলো ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। এবারের আসরে রেকর্ড দামে প্রোটিয়া অলরাউন্ডার ক্রিস মরিসকে কিনে নিয়েছে রাজস্থান রয়্যালস। ১৬ কোটি ২৫ লাখ রুপিতে বিক্রি হওয়া মরিস এখন আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত হয়েছেন।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের তিন নম্বর বোলার মুজিব জাদরানকে মাত্র দেড় কোটিতে কিনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এই দলে রয়েছেন আরো দুই আফগান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার রশিদ খান ও এক নম্বর অলরাউন্ডার মোহাম্মদ নবিও খেলবেন হায়দ্রাবাদের হয়ে।
এবারের আইপিএলে খেলবেন দুই বাংলাদেশি ক্রিকেটারও। ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এক কোটি রুপিতে কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস।
ঢাকা চীফ ব্যুরো, ২০ ফেব্রুয়ারি,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur