মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার জি-৭ সদস্যভুক্ত দেশগুলোর অন্যান্য নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বৈশ্বিক টিকাদান কর্মসূচি কোভ্যাক্স গ্লোবাল কোভিড-১৯ প্রোগ্রামে ৪শ’ কোটি মার্কিন ডলার সহায়তার অঙ্গীকার করেছেন।
হোয়াইট হাউস কর্মকর্তারা বৃহস্পতিবার এ কথা জানান।
হোয়াইট হাউসের এক সিনিয়র কর্মকর্তা বলেছেন, প্রাথমিকভাবে চলতি মাসের শেষ নাগাদ ২শ’ কোটি ডলার ছাড় করা হবে এবং বাকি অর্থ আগামি দু’ বছরে দেয়া হবে।
কোভ্যাক্স এর মাধ্যমে সকল দেশের অত্যন্ত ঝুঁকিপূণ ২০ শতাংশ লোকের জন্য করোনাভাইরাস ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ করার উদ্যেগ নেয়া হয়েছে। কয়েকটি ধনী দেশের সহায়তায় দরিদ্র দেশগুলোতে এ ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে।
‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের উদ্যেগে প্রথম অবদান রাখতে পেরে অত্যন্ত আনন্দিত’ এ কথা উল্লেখ করে হোয়াইট হাউস কর্মকর্তা বলেন, ‘আমরা মনে করি বিশ্বব্যাপি মহামারি প্রতিরোধে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আন্তর্জাতিক ডেস্ক ,১৯ ফেব্রুয়ারি, ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur