Home / সারাদেশ / ড. ইউনূসকে ১৬ মার্চ আদালতে তলব
Dr. Mohammad Youns
নোবেল বিজয়ী অর্থনীতিবিদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে

ড. ইউনূসকে ১৬ মার্চ আদালতে তলব

ড. মুহাম্মদ ইউনূসকে ১৬ মার্চ তলব করেছেন হাইকোর্ট বিভাগ। ওই দিন অনুষ্ঠেয় ভার্চুয়াল শুনানিতে শান্তিতে নোবেল বিজয়ী এ অর্থনীতিবিদকে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

গ্রামীণ টেলিকমের ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগে আদালতের আদেশ বাস্তবায়ন না করায় বৃহস্পতিবার এ আদেশ দেওয়া হয়।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. কামারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ আলী।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী। সংবাদমাধ্যমকে তিনি বলেন, শ্রমিক কর্মচারী ইউনিয়নের সঙ্গে আলোচনা না করেই গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান স্বাক্ষরিত নোটিশে ৯৯ জন কর্মীকে ছাঁটাই করা হয়। ইউনিয়নের আবেদন আমলে নিয়ে আদালত ছাঁটাইকৃত কর্মীদের পুনঃনিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। এরপরও তাদের নিয়োগ না দেওয়ায় ড. ইউনূসের বিরুদ্ধে আদালত অবমানার মামলা হয়।
বার্তাকক্ষ, ১৮ ফেব্রুয়ারি,২০২১;