বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড-এ বিসিএস (শিক্ষা) ক্যাডারের ১৬০তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক মোঃ শাহজাহান। এসময় বক্তব্য কালে তিনি বলেন, শিক্ষকগণ প্রকৃত মানুষ গড়ার কারিগর। দক্ষ মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান কালে প্রশিক্ষণার্থীদের নিকট বার্ডের পরিচয় তুলে ধরেন বার্ডের পরিচালক (প্রশিক্ষণ) মোহাম্মদ আবদুল কাদের এবং কোর্সের সার্বিক বিষয় প্রশিক্ষণার্থীদের অবহিত করেন কোর্স পরিচালক বার্ডের পরিচালক ড. আবদুল করিম।
এ কোর্সের সহযোগী কোর্স পরিচালক ও সহকারী কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন যুগ্ম-পরিচালক, আযমা মাহমুদা, সহকারী পরিচালক মোঃ বাবু হোসেন। এছাড়া কোর্সের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বার্ডের যুগ্ম-পরিচালক রঞ্জন কুমার গুহ।
এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন বিসিএস (শিক্ষা) ক্যাডারের ৫০জন কর্মকর্তা।
প্রতিবেদক:জাহাঙ্গীর আলম ইমরুল,১৬ ফেব্রুয়ারি ২০২১