ভালোবাসা দিবসের রাতে বরিশালে নিজ বাসা থেকে শোভন দাশ পাপ্পু (২১) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নগরীর বিএম কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের ধারণা, ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে বিরোধের জেরে তিনি আত্মহত্যা করতে পারেন।
বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র শোভন দাশ পাপ্পু (২১) ব্যাংক কর্মকর্তা উত্তম দাশের ছেলে।
স্থানীয়দের দাবি, নিহত পাপ্পুর সঙ্গে এক কলেজছাত্রীর প্রেমের সম্পর্ক ছিল। ভালোবাসা দিবসে প্রেমিকাকে অন্য একজনের সঙ্গে ঘুরতে দেখেন। এ কারণে তিনি ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান সোমবার দুপুরে জানিয়েছেন, আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ভালোবাসা দিবসে প্রেমিকার সঙ্গে বিরোধ নিয়ে এই আত্মহত্যার ঘটনা ঘটতে পারে।
তিনি জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রোববার রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
বার্তা কক্ষ,১৫ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur