ফরিদগঞ্জ ও কচুয়া পৌরসভা নির্বাচনে ছোট খাটো দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া অবাধ ও সুষ্ঠু শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে।
১৪ ফেব্রুয়ারি রোববার অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে টানা তৃতীয় জয় পেয়ে অনন্য রেকর্ড গড়েছেন ফরিদগঞ্জের ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো.জাকির হোসেন গাজী এবং কচুয়ায় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কামাল হোসেন অন্তর।
জানা যায়, ফরিদগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাকির হোসেন গাজী ৮৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন তিনি।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য মতে, ৮নং ওয়ার্ডে মোট কাস্ট হওয়া ভোটের সংখ্যা ১৯৩৯। এর মধ্যে জাকির হোসেন গাজী (উটপাখি) পেয়েছেন ৮৯৭ ভোট। তাঁর নিকটতম প্রতিযোগী প্রার্থী দিলীপ চন্দ্র দাস (পানির বোতল) পেয়েছেন ৩৩০ ভোট। অন্যান্যদের মধ্যে মিজান পাটওয়ারী (পাঞ্জাবী) ২৪২ ভোট, মাহাবুব আলম (বø্যাক বোর্ড) ১৭৫ ভোট, আমান উল্যা আমান (ডালিম) ১১২ ভোট, উৎপল চন্দ্র দাস (ঢেঁড়শ) ৮৯ ভোট, কামরুল ইসলাম (টেবিল ল্যাম্প) ৫৫ ভোট, মফিজ উদ্দিন জনি (ব্রীজ) ৫ ভোট পেয়েছেন।
নির্বাচনোত্তর প্রতিক্রিয়ায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে কাউন্সিলর জাকির হোসেন গাজী বলেন, এ বিজয় ৮নং ওয়ার্ডবাসীর। নির্বাচনের কাঙ্খিত পরিবেশ সৃষ্টিতে প্রশাসন আন্তরিক ভূমিকা পালন করেছে। ভোটাররা ব্যালট বিপ্লবের মাধ্যমে টানা তৃতীয় বার আমার প্রতি আস্থা রেখে আমাকে সম্মানিত করেছেন। আমি পূর্বের চেয়ে অধিকতর দায়িত্বশীলতার সাথে তাদের পাশে থাকতে চাই। আমি আমার দায়িত্ব পালনে সকলের আন্তরিক সহযোগীতা কামনা করছি।
প্রসঙ্গত, জাকির হোসেন গাজী ২০১১ সালের নির্বাচনে প্রথম বার এবং ২০১৬ সালে দ্বিতীয় বার কাউন্সিলর নির্বাচিত হন।
একইদিনে কচুয়া পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে টানা তৃতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়ে হ্যাট্রিক করলেন কামাল হোসেন অন্তর।
পৌর নির্বাচনে কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা ভোট প্রয়োগের মাধ্যমে তাকে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত করেন।
এর আগে তিনি পৌর কাউন্সিলর নির্বাচিত হয়ে প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন। তাকে ৩য় বারের মতো কাউন্সিলর নির্বাচিত করায় ৭নং ওয়ার্ডবাসী,দলীয় নেতাকর্মী,সর্বস্তরের মানুষের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এদিকে ৩য় বারের মতো কামাল হোসেন অন্তর কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
প্রতিবেদক:শিমুল হাছান,জিসান আহমেদ নান্নু,১৪ ফেব্রুযারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur