বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) এর চলমান পি-৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (বিসিএস ৩৬ এবং ৩৭ ব্যাচের) বিভিন্ন ক্যাডারের ৬ জন প্রশিক্ষণার্থী চাঁদপুর সদর মডেল থানা পরিদর্শন করেন।
৯ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর ১২টার দিকে পরিদর্শনে আসলে চাঁদপুর সদর মডেল থানার পক্ষ থেকে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় সহকারী পুলিশ সুপার শেহরিন আলম, চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন, ওসি (তদন্ত) মোঃ হারুনুর রশিদ, ওসি (ইন্টেলিজেন্স) মোঃ মনির আহমেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের (বিসিএস ৩৬ এবং ৩৭ ব্যাচের) বিভিন্ন ক্যাডারের ৬ জন প্রশিক্ষণার্থীরা হলেনঃ সাদ্দাম হোসেন, নিজাম উদ্দিন, শারমিন আক্তার, মোঃ আরেফিন হাসান, তাশরিফুল ইসলাম ও তৌফিকা তাহেরী।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকায় চলমান পি-৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ-সমীক্ষা কার্যক্রমে আগত প্রশিক্ষণার্থীদের ফুলেল শুভেচ্ছা প্রদানের পর পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে তাদেরকে অবহিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ নাসিম উদ্দিন।
উল্লেখ্য, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি), সাভার, ঢাকায় চলমান পি-৭১তম বুনিয়াদি প্রশিক্ষনের ৩ সপ্তাহের সংযুক্তির অংশ হিসেবে প্রশিক্ষনার্থীরা চাঁদপুর জেলার পুলিশ সুপার কার্যালয় ও সদর মডেল থানা পরিদর্শন করবেন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৯ ফেব্রুয়ারি ২০২১