কচুয়া থানার ইতিহাসে এই প্রথমবারের মতো ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরের মেয়ে মনি রানী ভৌমিক উপ-পরিদর্শক (এসআই) পদে যোগদান করেছেন।
২০ জানুয়ারি বুধবার তিনি কচুয়া থানায় নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক (সহায়তা) সেলের দায়িত্বপ্রাপ্ত অফিসার হিসেবে যোগদান করেন। এর আগে তিনি কুমিল্লার কোতায়ালী মডেল থানা এবং সর্বশেষ চাঁদপুরে নারী ও শিশু সহায়তা সেলের অফিসার পদে সুনামের সাথে কর্মরত ছিলেন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে অর্থনীতি বিভাগ থেকে মাস্টার্স শেষ করে তিনি ২০১৩ সালের সর্বপ্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীতে এস আই পদে যোগদান করেন।
তিনি ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাঊর গ্রামের হিমাশু চন্দ্র ভৌমিকের মেয়ে। তার স্বামী ইঞ্জিনিয়ার কার্তিক কুমার ঘোষ গাজীপুরে কর্মরত আছেন। ব্যক্তি জীবনে তিনি ১ পুত্র সন্তানের জননী। কচুয়া থানায় নতুন এ কর্মস্থলে কচুয়ার নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের সার্বিক শতভাগ সেবা প্রদানে সকলের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক:জিসান আহমেদ নান্নু,৭ ফেব্রুয়ারি ২০২১