Home / সারাদেশ / চাঁদপুর লেখক পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Lakok-parosod...

চাঁদপুর লেখক পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চাঁদপুর লেখক পরিষদের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,কবিতা পাঠ ও সম্মাননা আজ ৬ ফেব্রুয়ারি,শনিবার, বিকাল ৩ টা ৩০ মিনিটে জেলা সাহিত্য একাডেমীতে অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহবায়ক কবি ও প্রাবন্ধিক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্বাস উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর লেখক পরিষদের সদস্য আবদুল গনি।

আলোচক হিসেবে বক্তব্য রাখেন গণসংগীতশিল্পী মনোজ আচার্যী,সাহিত্যজন অ্যাড.শীতল ঘোষ,। শুভেচ্ছা বক্তব্য রাখেন গিটার বাদক দিলীপ ঘোষ,কবি ও লেখক তছলিম হোসেন হাওলাদার,সাংবাদিক এনকে সুমন পাটওয়ারী,কবি মোখলেছুর রহমান ভূ্ঁইয়া।

আবৃত্তি করেন অধ্যাপক দুলাল দাস,মিতা ঘোষ,কবি দেওয়ান মাসুদ রহমান ও দিপান্বিতা দাস।

অনুষ্ঠানে এ বছর কবি ও নজরুল গবেষক ফতেউল বারী রাজাকে সাহিত্যে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয় এবং মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় কবি ও নাট্যকার প্রয়াত শম্ভু আচার্যীকে। অনুষ্ঠানে উল্লেখ্যসংখ্যক চাঁদপুরের কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন ।

করেসপন্ডেন্ট , ৭ ফেব্রুয়ারি ২০২১