Home / জাতীয় / চাঁদপুরসহ সারা দেশে একযোগে করোনা টিকা দেওয়া শুরু
tika

চাঁদপুরসহ সারা দেশে একযোগে করোনা টিকা দেওয়া শুরু

প্রাণঘাতী করোনাভাইরাস রোধে চাঁদপুরসহ সারা দেশে আজ একযোগে টিকা দেওয়া শুরু হলো। ১০০৫ কেন্দ্রে এ প্রতিষেধক দেওয়া হচ্ছে।

৭ ফেব্রুয়ারি রোববার সকাল ১০টা মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় মন্ত্রী বলেন, করোনার টিকাদানের মাধ্যমে দেশে একটি মহৎ কাজের শুরু হলো আজ। এর আগে যারা টিকা নিয়েছেন তারা সবাই সুস্থ আছেন বলে জানান তিনি।

এদিকে চাঁদপুরে আটটি উপজেলায় প্রথম ধাপে করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে ৩৬ হাজার জনকে। ওয়েবসাইটে চলছে নিবন্ধন। এ পর্যন্ত কত জন টিকার জন্য নিবন্ধন করেছেন তা জানা না গেলেও টিকা গ্রহণে বিভিন্ন পর্যায়ের পেশাজীবীদের আগ্রহ কম দেখা যাচ্ছে।

২৬ লাখ জনগোষ্ঠির জেলা চাঁদপুরে চাহিদার বিপরীতে করোনাভাইরাসের টিকার কোনও সংকট হবে না বলে মনে করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

শনিবার বেলা আড়াইটা পর্যন্ত টিকা নেওয়ার জন্য ৩ লাখ ২৮ হাজার ১৩ জন নাম নিবন্ধন করেছেন।

রাজধানী ঢাকায় ৫০টি হাসপাতালে ২০৪ টিম এবং ঢাকার বাইরে সারা দেশে ৯৫৫টি হাসপাতালে ২১৯৬টি টিম টিকা প্রয়োগে যুক্ত থাকবে।

এদিন ঢাকায় প্রধান বিচারপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবদের অনেকেই বিভিন্ন কেন্দ্রে টিকা নেবেন।

শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকা নেবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দুর্যোগ প্রতিমন্ত্রী এনামুল হক।

মন্ত্রিপরিষদ বিভাগ সচিব টিকা নেবেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও হাসপাতালে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ টিকা নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানসহ ঢাবির ২০ শিক্ষক।

এদিন সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা নিয়েছেন হাইকোর্টের তিন বিচারপতি। তারা হলেন- বিচারপতি জিনাত হক, ‍বিচারপতি ইনায়েতুর রহিম ও বিচারপতি রুহুল কুদ্দুস।

এর আগে ২৭ জানুয়ারি একজন নার্স টিকা গ্রহণের মধ্য দিয়ে প্রাথমিক কার্যক্রম শুরু হয়। ওই দিন আরও ২৫ জন টিকা নেন। পরদিন রাজধানীর ৫টি হাসপাতালে আরও ৫৪১ জনকে দেওয়া হয়।

পার্শ্বপ্রতিক্রিয়া বোঝার জন্য এদের পর্যবেক্ষণে রাখা হয়। খুব একটা সমস্যা না হওয়ায় ৭ ফেব্রুয়ারি সারা দেশে একযোগে টিকা প্রয়োগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা ব্যুরো চীফ,৭ ফেব্রুয়ারি ২০২১