চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নে প্রেমের সম্পর্ক মেনে না নেয়ায় এক কলেজছাত্রী বিষপানে আত্নহত্যা করেছে।
৩ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ইউনিয়নের চাঁদখার বাজার এলাকার কাশেম খান বাড়িতে স্মৃতি আক্তার(১৭) নামের কলেজছাত্রী আত্নহত্যা ঘটনাটি ঘটে। সে ওই এলাকার মো.হারুন খানের মেয়ে।
স্থানীয় বাসিন্দা মো.মনির উদ্দিন মুন্না বলেন,স্মৃতি এবার বাবুরহাট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি(অটোপাস) করে। তার সাথে মতলব দক্ষিণের মুন্সিরহাট এলাকার এক ছেলের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক রয়েছে।
বিষয়টি তার বাবা হারুন খান কোনভাবেই মেনে নিতে পারে নি।
বুধবার দুপুরে সে ঘরে থাকা কীটনাশক খেয়ে ফেলে। পরবর্তীতে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানানা।
স্টাফ করেসপন্ডেট,৫ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur