করোনাকালীন দীর্ঘ বন্ধের পর সীমিত আকারে আন্তর্জাতিক যাত্রীদের ওমরাহ খোলা হয়েছিল। যেসকল দেশ থেকে ওমরাহকারীরা সৌদি আরবে আসছিলেন সেই দেশগুলোর মধ্যে অন্যতম ছিল ইন্দোনেশিয়া এবং পাকিস্তান।
কিন্তু সারাবিশ্বে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় এই দুই দেশের জন্যও ওমরাহ আবারো বন্ধ হয়েছে। পরবর্তী ঘোষণা পর্যন্ত এটি কার্যকর থাকবে।
এরআগে করোনার নতুন স্ট্রেইন ছড়িয়ে পড়ায় সৌদি আরব ২০টি দেশের সাথে ৩ ফেব্রুয়ারি ২০২১ রাত ৯টা থেকে পরবর্তী ঘোষণার আগ পর্যন্ত সাময়িকভাবে ফ্লাইট যোগাযোগ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
২০টি দেশ হলো : আর্জেন্টিনা, আরব আমিরাত, জার্মান, আমেরিকা, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, ইউকে, তুরস্ক, সাউথ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ইন্ডিয়া এবং জাপান।
এই তালিকায় বাংলাদেশ নেই। বাংলাদেশের সাথে এখনো ফ্লাইট যোগাযোগ চালু রয়েছে। বাংলাদেশের শ্রমিকরা সৌদি আরব আসতে পারছেন, দেশে যেতেও পারছেন। কাজের এবং বিজনেস ভিসা ছাড়া অন্যকোনো ভিসা নিয়ে আসতে পারছেন না।
প্রতিবেদক:সাগর চৌধুরী,৪ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur