চাঁদপুরে কচুয়ার কৃতি সন্তান হাবিব খান ইসমাইল পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হয়েছেন।
জানাযায়, পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড.মোঃ নুরুল আজহার ২৪ জানুয়ারি স্বাক্ষরিত এক পত্রে উক্ত পদে তাকে নির্বাচিত করেন।
হাবিব খান ইসমাইল জাতীয় পাটি কেন্দ্রীয় নির্বাহী কমিটির কার্যকরী কমিটির সদস্য, জাতীয় পাটি ফ্রান্স শাখার সাধারণ সম্পাদক, ইউরোপ প্রবাসী বৃহত্তর কুমিল্লা সমিতির অন্যতম উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
হাজী মুসলিম প্রধান মেমোরিয়াল কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে নিজ জন্মভুমি চাঁদপুরের কচুয়া উপজেলার প্রত্যান্ত এলাকায় মানবতার সেবায় বিভিন্ন জনকল্যাণমুখী কাজ করে যাচ্ছেন।
এদিকে তাঁকে পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত করায় সাবেক মন্ত্রী, জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পাটির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়াউদ্দীন বাবলু ও পল্লীবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ড. মোঃ নুরুল আজহারের প্রতি কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তাঁকে অল ইউরোপ ইউনিয়নের সকল দেশে পল্লীবন্ধু পরিষদের কমিটি গঠনের জন্য তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
স্টাফ করেসপন্ডেট,৩ ফেব্রুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur